আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ

আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ

আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ কিভাবে পেতে পারিএবং আর্টিকেল বা কনটেন্ট লিখে সেটা বিক্রি করে বিকাশে পেমেন্ট নিবে। আপনি প্রত্যেক আর্টিকেলে কত টাকা বিক্রি করতে পারেন,সেটা নির্ভর করবে আপনার আর্টিকেলের মানের উপর। আপনি কিভাবে ভালো মানের আর্টিকেল লেখবেন তা নিয়ে আমাদের এই পোস্ট। এছাড়াও আপনারা জানতে পারবেন কোথায় আর্টিকেল লিখে সাবমিট করবেন এবং কিভাবে পেমেন্ট নিয়ে তা এই বিষয়ে। আশা করি আপনাদের উপকারে আসবে

অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে

আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ

আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ ঃ আর্টিকেল লিখার জন্য আপনার কন্টেন্টটিকে তথ্য সমৃদ্ধ করুন। আপনি যদি কোন একটি নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট না হন তাহলে ওই বিষয়ে ব্লগিং বা লেখালেখি না করাই ভালো।

কারণ আপনি যে বিষয়ে লেখালেখি করবেন আপনার লেখাটিকে তথ্য সমৃদ্ধ করে লিখতে হবে যতদুর সম্ভব।

সব সময় পাঠকের কথা চিন্তা করে লিখুন (যেমন, আপনি একজন পাঠক হিসেবে যা আশা করেন)। যাতে করে পাঠক আবার আপনার সাইটে ভিজিটে আসে ।

শুধুমাত্র গুগল বটকে টার্গেট করে কখনও লিখবেন না।

ব্লগ তৈরি করে অনলাইনে অর্থ উপার্জন করুন ২০২৩ 

আপনার কন্টেন্টটি ডুপ্লিকেট কিনা কীভাবে চেক করবেনঃ

প্রথমত আপনার কন্টেন্টটি ইউনিক কিনা তা চেক করতে হবে এবং তারপরে পাবলিশ করুন অন্যথায় গুগল আপনার সাইটকে র‍্যাঙ্ক দিবে না। এবং গুগল সার্চ রেজাল্টের মধ্যেও আনবেনা ।

কন্টেন্টটি ইউনিক কিনা চেক করার জন্য আপনি নিম্নোক্ত সাইট দুইটি ব্যবহার করতে পারেন। যদি এই সাইট দুটির

মধ্যে যেকোনো একটির দ্বারা কোন ডুপ্লিকেট বা প্লারিজম কিছু পান তাহলে ঐ অংশটা সংশোধন করে তারপরে

পাবলিশ করতে হবে তা নাহলে প্লারিজম থাকবে বা ইউনিক কন্টেন্ট হবে না।

এই সাইটগুলোর নাম আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবে আর না হলে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি।

১) Duplichecker

২) Small SEO Tools

আপনি এখানে চেক করার পর প্লারিজম থাকলে তা সংশোধন করে নিবেন এবং যদি ইংলিশ কনটেন্ট

হয় তাহলে Grammarly ব্যবহার করতে পারেন। আপনার বাক্যে যদি কিছু ভুল থাকে তাহলে আপনাকে

এটি ধরিয়ে দিবে এবং কনটেন্ট কে দেখতে ভালো করবে। যদি এগুলা সব ঠিকঠাক মত করতে পারেন তাহলে

আপনার High Quality কনটেন্ট হবে যা আপনি বিক্রি করলে বেশি দামে পাবেন এবং নিজের সাইটে দিলে

তাড়াতাড়ি র‍্যাঙ্ক করাতে পারবেন। Grammarly সাইটের লিঙ্ক নিচে দেওয়া হলঃ

Grammarly

কিভাবে কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করবেনঃ

আপনার প্রতিটি কন্টেন্টের মাঝখানে কমপক্ষে একটি করে কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করুন। আর যদি পারেন

তাহলে ওখানে এসইও করে নিবেন। আপনি নিজে ইমেজ তৈরি করতে পারেন Canva থেকে অথবা কপিরাইট ফ্রী

সাইট গুলো থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কপিরাইট ফ্রী ইমেজ ফ্রি সাইট গুলো হচ্ছে

১। Pixabay

২। Unsplash

৩। Pexels

৪। Freepik

৫। Freeimage

কপিরাইট ফ্রী সাইট গুলো থেকে ডাউনলোড করে একটু Cuztomize করে ব্যবহার করতে পারেন।

আর আপনি যদি একান্তই গুগলের থেকে ডাউনলোড করা ছবি ব্যবহার করতে চান, তাহলে কিছুটা এডিট

(রেজুলেশন/পিক্সেল কমান/বাড়ানো, কাটা, জোড়া দেয়া, ছবির উপরে টেক্সট লিখে দেয়া, ইত্যাদি) করে ব্যবহার করুন।

আরও পড়ুন

অনলাইন থেকে আয় করার উপায়গুলো কি কি

কীভাবে কপিরাইট ফ্রী ভিডিও ব্যবহার করবেনঃ

আপনি আপনার পোস্টের শেষের দিকে একটি পোস্ট রিলেটেড ভিডিও জুড়ে দিতে পারেন। এই এতে ভিডিও আপনার পোস্টটিকে আরও অনেক আকর্ষণীয় করে তুলবে।

অবশ্যই নিজের তৈরি করা ভিডিও আপলোড করবেন অথবা ভিডিও এডিটিং সফটওয়্যার এর মাধ্যমে ডাউনলোড করা ভিডিও এডিট করে তারপরে ব্যবহার করবেন ।

ফ্রি ভিডিও সংগ্রহ করার জন্য কয়েকটি সাইট হচ্ছে

১। Videvo

২। Pixabay

৩। Mixkit

৪। Pexels

এখান থেকে ভিডিও ডাউনলোড করার পর অবশই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিটিং করে নিবেন।

আর্টিকেল লিখে পেমেন্ট বিকাশে নিবেন কিভাবে

আমরা সবাই বাংলাদেশী এবং আমরা সবাই বাংলা ভাষা জানি। আপনি যদি বংলা ভাষায় ভালোভাবে লিখতে জানেন, তাহলে এই লেখাকে বানাতে পারেন আপনার ইনকামের হাতিয়ার।

আমরা এখন যে যেগুলো ওয়েবসাইটের কথা বলবো সেগুলোতে বাংলা ভাষায় আর্টিকেল পাবলিশ করা হয়।

সেই ওয়েবসাইটগুলয়তে আপনি বাংলা আর্টিকেল লিখে বিকাশ, নগদ, রকেট এবং শিওর ক্যাশ ইত্যাদির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

আপনি কি কি বিষয়ে কন্টেন্ট লিখবেন সেগুলা আগে নেন নেওয়া যাক।

যেমন, কম্পিউটার, মোবাইল, সফটওয়্যার,টেকনোলজি, সাইন্স, ভ্রমন, এন্ড্রোয়েড এপ, গেমস,টিপস এন্ড টিপস, খেলাধুলা, বিনোদন ও সাকসেস স্টোরি, অনলাইন ইনকাম, ইউটিউব, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও ইত্যাদি নিয়ে লেখতে পারেন।

এখন আমি আপনাদের মাঝে সেসব সাইট নিয়ে আলোচনা করবো যেখানে আপনি আর্টিকেল লিখবেন এবং আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারবেন। চলুন জেনে নিন!

0/ Holy Earn

১। জে-আইটি

২। অর্ডিনারি আইটি

৩। হতভাগা ডট কম

৪। গ্রাথোর

৫। টেকটিউন্স

৬। ইনকাম টিউনস

আপনি এই সাইটগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউব এ সার্চ করে দেখতে পারেন তারা কেমন এবং পেমেন্ট করে কি না।

3 Comments on “আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *